বিপিএলের ২০২৩ মৌসুমে খুলনা টাইগার্স কেমন করবে তার প্রেডিকশন জানতে আগ্রহী হলে আর্টিকেলটি পড়তে থাকুন।
খুলনা শহরের প্রতিনিধিত্বকারী এই দলটি ২০১২ সালের বিপিএল থেকে অর্থাৎ প্রথম মৌসুম থেকেই অংশগ্রহণ করছে। গত এক দশকে টিম ম্যানেজমেন্ট এবং দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ অনেক কিছুরই পরিবর্তন দেখেছে খুলনার দর্শকেরা। এত সব ঘটনার মধ্যেও দলটি বাংলাদেশ প্রিমিয়ার লীগে এখনও শক্তিশালী একটি অবস্থান ধরে রেখেছে। গত বছর বিপিএলে খুলনা মাইন্ডট্রি লিমিটেডের মালিকানায় খুলনা টাইগার্স নামে খেলেছিল দলটি। গত আসরে খুলনা টাইগার্স ভারসাম্য পূর্ণ দল গড়ে ও ভালো ক্রিকেট খেলে প্লে অফে জায়গা করে নেয়। তবে ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই দলটিরা। যদিও গত বছর খুলনা অসাধারণ পারফরম্যান্স করেছিল তবুও কিছু জায়গা রয়ে গেছে যেখানে টিম ম্যানেজমেন্টের কাজ করার সুযোগ রয়েছে। সেই বিষয় গুলো নিয়েই আমাদের আজকের আয়োজন।
বিপিএল ইতিহাসে খুলনা টাইগার্সের রেকর্ডসমূহ
বিপিএলে খুলনা টাইগার্স এখন পর্যন্ত অনেকগুলো প্লে-অফ খেলেছে। একটি ফাইনালও খেলেছে দলটি। কিন্তু শিরোপা থেকে অনেক দূরেই থেকে গেছে খুলনা, ছুঁয়ে দেখা আর হয় নি। ২০১৩ ও ২০১৯ আসরে খুলনা টাইগার্স খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারে নি। গ্রুপ পর্বই পার করতে পারে নি তারা। যাইহোক, দলটি বিপিএলের প্রতিটি মৌসুমে অংশ নেওয়ার পাশাপাশি ভালো ক্রিকেট খেলে আসছে, একাধিক আসরে প্লে অফে পৌঁছেছে এবং ২০১৯-২০ বিপিএলে রানার-আপও হয়। আশা করি, এই বছরটি খুলনা টাইগার্সের জন্য একটি গেম-চেঞ্জার মৌসুম হবে ও ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারবে।
বিপিএল ২০২২ এর খুলনা টাইগার্স স্কোয়াড
- মুশফিকুর রহিম (বাংলাদেশ)
- মাহেদী হাসান (বাংলাদেশ)
- সৌম্য সরকার (বাংলাদেশ)
- কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ)
- ফরহাদ রেজা (বাংলাদেশ)
- ইয়াসির আলী (বাংলাদেশ)
- রনি তালুকদার (বাংলাদেশ)
- জাকের আলী (বাংলাদেশ)
- খালেদ আহমেদ (বাংলাদেশ)
- মোহাম্মদ শরীফুল্লাহ (বাংলাদেশ)
- সোহরাওয়ার্দী শুভ (বাংলাদেশ)
- নাবিল সামাদ (বাংলাদেশ)
- সিক্কুগে প্রসন্ন (শ্রীলঙ্কা)
- সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
- নাভিনুল হক (আফগানিস্তান)
- আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ)
উপর্যুক্ত খেলোয়াড়রা ২০২২ বিপিএলে খুলনা টাইগার্সের জার্সি গায়ে মাঠে নামে।
২০২১-২২ বিপিএলে খুলনা টাইগার্সের পারফরম্যান্স
খুলনা টাইগার্স বিপিএল ২০২১-২২ আসর শুরু করে ঢাকার বিপক্ষে পাঁচ উইকেটের জয় দিয়ে। তবে পরের ম্যাচেই হোঁচট খায় দলটি। চট্টগ্রামের বিপক্ষে ২৫ রানে হেরে যায় তারা। জয়ের ধারায় ফিরতে একদমই সময় নেয় নি খুলনা টাইগার্স। পরের ম্যাচেই চট্রগ্রামের বিপক্ষে ২য় ম্যাচে জয় তুলে নেয় খুলনা।
খুলনা টাইগার্স পরের ম্যাচে বরিশালের কাছে পরাজিত হয় তবে সিলেটের বিপক্ষে জয় পায় তারা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে দলটি পাঁচটি খেলায় জয় পায় এবং একই সংখ্যক ম্যাচে হার বরণ করে।
চতুর্থ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স। তবে প্রথম এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দক্ষিণাঞ্চলের দলটিকে।
আমাদের খুলনা টাইগার্স টিম প্রেডিকশনের অংশ হিসেবে এবার চলুন খুলনার খেলোয়াড়দের কিছু গুরুত্বপূর্ণ পারফরম্যান্স নিয়ে আলোচনা করা যাক।
২০২২ বিপিএলে খুলনা টাইগার্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড়
খুলনা টাইগার্স দলে বাংলাদেশের কিছু অসাধারণ ক্রিকেটার ছিল গত মৌসুমে। দলের আইকন খেলোয়াড় হিসেবে ছিলেন অভিজ্ঞ ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
এ ছাড়াও দলে ছিল বাংলাদেশ জাতীয় দলের পরিক্ষিত কিছু ক্রিকেটার যেমন মাহেদী হাসান, সৌম্য সরকার, ও ইয়াসির আলী চৌধুরী রাব্বী। আগের আসরগুলোতে দূর্দান্ত খেলা রনি তালুকদারও ছিল খুলনার স্কোয়াডে।
এঁদের মধ্যে কয়েকজন খেলোয়াড় বিপিএল ২০২১-২২ মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পরে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছিল। খুলনা টাইগার্সের হয়ে ভালো ক্রিকেট খেলা বিদেশি খেলোয়াড়রা হলেন আন্দ্রে ফ্লেচার, নাভিন উল হক এবং থিসারা পেরেরা।
চলুন এবার দেখে নেওয়া যাক ২০২৩ বিপিএলে খুলনা টাইগার্স কাদের দলে নিয়েছে ও দলটি কেমন ভারসাম্যপূর্ণ হলো।
২০২৩ বিপিএলে খুলনা টাইগার্সের টিম প্রেডিকশন
খুলন টাইগার্স সামনের বিপিএলের জন্য ওয়েস্ট ইন্ডিয়ান এবং পাকিস্তানি খেলোয়াড়দের দিকে নজর রাখবে। বিশেষ করে জানুয়ারিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল হওয়ার কারণে আরো বেশি সুযোগ তৈরি হয়েছে।
গত বছর খুলনার টপ অর্ডারে খেলা ব্যাটার আন্দ্রে ফ্লেচারকে আবারও দেখা যেতে পারে খুলনার দলে। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকেও সামনের আসরে আরো একবার খুলনার জার্সিতে দেখা যেতে পারে। দুজনই বিপিএলের আগামী আসরের জন্য এভেইলএবল আছেন।
জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা বিশ্বকাপে তার যোগ্যতা প্রমাণ করেছেন এবং দূর্দান্ত ক্রিকেট খেলেছেন। যে কারণে বিপিএলে যে তার বিশেষ টান থাকবে এটি বলাই যায়। অন্যান্য দলগুলোর মতোই খুলনা টাইগার্স চাইবে তাকে দলে রাখতে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
বিশ্বস্ত একটি সুত্র বলছে ২০২৩ বিপিএলে পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ খুলনার হয়ে মাঠ মাতাবেন।
গত আসরের অধিনায়ক মুশফিকুর রহিমকে ধরে রাখার ব্যাপারে এখনও কিছু জানায় নি খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট। যে কারণে সামনের আসরের জন্য দলের আইকন ক্রিকেটার ও অধিনায়ক পরিবর্তন হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। এসম্পর্কে আরো জানতে খুলনা টাইগার্সের টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
খুলনার হয়ে খেলা অন্য বাংলাদেশি খেলোয়াড় সৌম্য সরকার, মাহেদি হাসান ও ইয়াসির আলি তাদের অবস্থানে নিরাপদ রয়েছেন। তবে বিপিএলের প্লেয়ার ড্রাফটের জটিল নিয়মে পড়ে তারা খুলনার হাত ছাড়া হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
খুলনা টাইগার্স আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের সুক্ষ্ম নজরে রাখবে। ড্রাফট বা তার পূর্বে ও পরে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে বড় কিছু নাম স্কোয়াডে যুক্ত করতে পারলেই সামনের আসরে দর্শকরা ভালো কিছুই আসা করতে পারবেন।